free tracking

এবার ধানমন্ডি ৩২ এ পাওয়া গেলো মানুষের হাড়?

রাজধানীর ধানমন্ডি ৩২ এ মানুষের হাড়সহ একাধিক সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু হাড়ই নয়, ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা, মানুষের চুল এবং অন্যান্য অবশিষ্টাংশও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি শিশুর হাতের কঙ্কালও উদ্ধার করা হয়েছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে। স্থানীয়রা এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে নিলে হয়তো আরও তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত কঙ্কাল ও অন্যান্য নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে উদ্ধার হওয়া হাড় ও অন্যান্য নিদর্শন কার এবং কীভাবে সেগুলো সেখানে এলো।

তবে ঘটনার সত্যতা যাচাই না করেই নানা গুজব ছড়িয়ে পড়ছে। অনেকে ধারণা করছেন, এখানে আরও কিছু পাওয়া যেতে পারে, যা এখনো প্রকাশ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে গুজবে কান না দিয়ে তদন্তের ফলাফলের অপেক্ষা করার আহ্বান জানিয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/4-5DY0j0KSM?si=961HG6oyxfHjXvig

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *