free tracking

বিএনপি নেতা ফজলু বলেছেন প্রেস সচিব একজন চাকর। একজন চাকরের কথা শুনবো আমরা?: সাদিকুর!

বিএনপি নেতা ফজলুর সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বলেন, “প্রেস সচিব কে? প্রেস সচিব একজন চাকর। একজন চাকরের কথা শুনবো আমরা?”

এই বক্তব্যের সমালোচনা করে সাদিকুর রহমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলুর কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, “প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের প্রতি এমন তীব্র ঘৃণা ও বিদ্বেষ আমি সাধারণত আওয়ামীদের মধ্যেই দেখি। কারণ, হাসিনার পালানোর খবর প্রথম তিনিই পুরো বিশ্বকে জানিয়েছিলেন।”

সাদিকুর আরও উল্লেখ করেন, “আন্দোলনের সময় ফজলু কোথায় ছিলেন, জানা নেই। কিন্তু শফিকুল আলম ছিলেন একেবারে ফ্রন্টলাইনে। ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থাতেও তিনি দেশের পরিস্থিতি বিদেশে তুলে ধরতেন।”

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা ফজলুর এই মনোভাব আওয়ামী লীগের সাথে তার সুপ্ত সম্পর্কের ইঙ্গিত বহন করে। “ফজলু একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। তাহলে কি বিএনপির নাম ব্যবহার করলেও তিনি এখনো আওয়ামী মতাদর্শে বিশ্বাসী? নাহলে অভ্যুত্থানের পক্ষের একজন ব্যক্তির প্রতি তার বিদ্বেষ ও আওয়ামী সমর্থক দালালদের বিদ্বেষ এক হয়ে যায় কিভাবে?”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1DryzaByBw/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *