free tracking

বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা, কলকাতায় দুর্ভিক্ষ!

আসছে রমজান মাস। একসময় ভিড় থাকতো কলকাতার দোকানপাটে। বাংলাদেশি অনেক পর‌্যটক কেনাকাটা করতে পাড়ি জমাতেন কলকাতায়। তবে এবার দৃশ্যপট ভিন্ন। গনঅভ্যত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও গেছে বদলে। বাংলাদেশকে বাগে আনতে পর‌্যটক ভিসা দেয়া বন্ধই করে দিয়েছে নরেন্দ্র মোদির দেশ। চিকিৎসা ভিসাও করেছে একেবারেই সীমিত। বাংলাদেশিদের কাবু করার কৌশল ব্যাকফায়ার করেছে। উল্টো ফাঁদে আটকে গেছেন কলকাতার ব্যবসায়ীরা।

দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই দৃশ্য। এবার রমজান পর‌্যন্ত টিকে থাকার জন্য রীতিমত লড়াই করতে হচ্ছে কলকাতার নিউমার্কেট ব্যবসায়ীদের। রমজান ব্যবসার মৌসুম হলেও এবার চারপাশ শূন্য। তাদের মূল ক্রেতা বাংলাদেশিরা নেই। ফলে অনেক ব্যবসায়িকে এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। অনেকে আছেন ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। অনিশ্চিত তাদের ভবিষ্যৎ।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=SgPqc5cHaRw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *