free tracking

সাদিকুর রহমান খানঃ শিবিরের মাইরের মধ্যেও হেকমত থাকে!

আলোচিত অনলাইন একটিভিস্ট সাদিকুর রহমান খান ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, শিবির আর দশটা সংগঠনের মতো না। এদের মাইরের মধ্যেও হেকমত থাকে। শিবির সভাপতি বলেছেন, শিবির এমনি এমনি হওয়া যায় না। ৭৯ টা বই পড়ে তারপর শিবির হতে হয়। শিবির আপনাকে মেরেছে, আপনি রাগ হচ্ছেন। অথচ মাইরের কি দরকার নাই? ছোটবেলায় আপনার টিচার আপনাকে মারে নাই? হুজুর মারে নাই? সব মাইরকে এক করে দেইখেন না। ছাত্রদলের মাইরে আপনাদের জন্য থাকে শুধুই সন্ত্রাস। আর শিবিরের মাইরের থাকে মায়া। শুধু মাইর দেখলে হয় না। মাইরের পেছনের ঐ মায়াটুকুও দেখতে পারতে হয়। না দেখতে পারলে লেখা পড়া করেন। ৭৯ টা বই পড়েন।

তারপর এই বুঝবেন, এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ শিবির নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *