free tracking

ভিসা নিয়ে ঘোষণা করা হলো জরুরি নির্দেশনা!

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুয়েত ভিসা পোর্টাল’ (https://kuwaitvisa.moi.gov.kw) নামে একটি আধুনিক ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালু করেছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম উদ্বোধন করে। প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশে এবং আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী আল-আদওয়ানির তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।

নতুন এই পোর্টালের মাধ্যমে পর্যটন, বাণিজ্যিক, পারিবারিক ও সরকারি ই-ভিসার জন্য আবেদন, আবেদনের অবস্থা ট্র্যাক করা, ভিসার তথ্য যাচাই এবং অন্যান্য অভিবাসন-সম্পর্কিত পরিষেবা সহজেই গ্রহণ করা যাবে। এটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা বৈধভাবে কুয়েত ভ্রমণ করতে চান।

প্রতিটি ভিসা প্রকারের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হয়েছে। পর্যটন ভিসার ক্ষেত্রে ব্যক্তি পর্যটকদের সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অবস্থানের অনুমতি দেয়া হবে। বাণিজ্যিক ভিসায় ব্যবসায়িক উদ্দেশ্যে আসা প্রতিনিধিরা এক মাস পর্যন্ত কুয়েতে থাকতে পারবেন। পারিবারিক ভিসা কুয়েতে অবস্থানকারী আত্মীয়ের মাধ্যমে আবেদনের ভিত্তিতে দেওয়া হবে এবং অবস্থানকাল এক মাস। সরকারি ভিসা কূটনৈতিক ও সরকারি সফরের ক্ষেত্রে প্রযোজ্য, যার জন্য প্রয়োজন আতিথেয়তাকারী সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা আবেদনের ক্ষেত্রে নিরাপত্তা যাচাই, পাসপোর্টের ছয় মাসের বৈধতা, এবং নির্ধারিত কাগজপত্রের প্রয়োজন হবে। উল্লেখযোগ্যভাবে, সব জাতীয়তার নাগরিকরা এই সুবিধা পাবেন না— আগে ভিসা নীতি যাচাই করে নিতে হবে। মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, যেমন অনুমোদিত সময় পার করে থাকা বা অপব্যবহার, করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *