free tracking

সকাল থেকেই হাতের তালু চুলকাচ্ছে, অর্থপ্রাপ্তি নাকি রোগের ইঙ্গিত?

“আজ সকাল থেকেই ডান হাতের তালু চুলকাচ্ছে- হয়তো টাকা আসছে!” বাঙালির দৈনন্দিন জীবনে এমন কথা প্রায়শই শোনা যায়। হাতের তালু চুলকানো নিয়ে সমাজে রয়েছে নানা লোকবিশ্বাস। কেউ বলেন, এটি অর্থ আসার লক্ষণ, আবার কেউ কেউ এটিকে অশুভ সংকেতও মনে করেন।

বাংলা লোকসংস্কৃতিতে প্রচলিত রয়েছে- পুরুষদের ডান হাত চুলকালেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বাম হাত চুলকানো মানেই টাকা খরচ বা ক্ষতির ইঙ্গিত।

নারীদের ক্ষেত্রে এই ব্যাখ্যা ঠিক উল্টো- ডান হাত চুলকালেই ক্ষতি, আর বাম হাত চুলকালেই ধনলাভের পূর্বাভাস।

এই কুসংস্কার দীর্ঘদিন ধরেই চলে আসছে সমাজে। বিশেষ করে গ্রামের অনেক মানুষ এখনো এসব বিশ্বাসে চলেন।

চিকিৎসাবিজ্ঞানে বিষয়টির ব্যাখ্যা ভিন্ন। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, হাতের তালু চুলকানোর পেছনে নানা শারীরিক কারণ থাকতে পারে: অ্যালার্জি বা নতুন প্রসাধনী ব্যবহারে প্রতিক্রিয়া, একজিমা, সোরায়াসিস বা স্ক্যাবিস, লিভার সমস্যা বা ডায়াবেটিস, স্ট্রেস ও মানসিক উদ্বেগ।

করণীয়: হাত পরিষ্কার রাখা ও নরমাল সাবান ব্যবহার। অতিরিক্ত চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ, কুসংস্কার নয়, স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া।

হাতের তালু চুলকানো- অর্থ আসবে নাকি যাবে- এই বিশ্বাসের বাইরে গিয়েও আমাদের ভাবতে হবে, এটি কোনও শারীরিক বার্তা দিচ্ছে কি না। কারণ, সুস্থ শরীরই আসল ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *