ছোট বোনকে বাঁচাতে নিজের জীবন দিলেন সৃজনী!

সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খন্দকার আশরাফুল মুনিম। এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় ট্রাকের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন সৃজনী। পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হলে এদিন মারা যান তিনি।

ফাবিহার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফাবিহা তার স্কুলপড়ুয়া ছোট বোনকে নিয়ে বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যান। সেখানে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যাওয়ার আগেই দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন সৃজনী।

পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খন্দকার আশরাফুল মুনিম বলেন, আমরা আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছিলাম। বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা তার চিকিৎসার সুযোগও পেলাম না। হাসপাতাল থেকে খিলক্ষেতে তার বাসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। তারপর সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *