
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। বৃষ্টি বাধায় বন্ধ রয়েছে দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি। তবে বৃষ্টি থামলে ২০ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াবে ১৮১ রান।
রোববার কলম্বোতে বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। তবে প্রেমাদাসা স্টেডিয়ামের আকাশে বৃষ্টির হানায় বন্ধ রয়েছে দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি।
বৃষ্টি বাধায় ম্যাচটি আজ মাঠে না গড়ালেও ফলাফলে কোনো বিপত্তি ঘটবে না। কেননা এ ম্যাচটির জন্য আগেই রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকইনফো বলছে, বৃষ্টি কমলে অন্তত ২০ ওভারে ম্যাচটি শেষ করতে চায় ম্যাচ অফিসিয়ালরা।
ক্রিকইনফোর দাবি, বৃষ্টি থামলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াতে পারে ২০ ওভারে ১৮১ রান।
এদিকে সুপার ফোরের লড়াইয়ে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। সমান সংখ্যক জয় নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে শ্রীলংকা। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ।