এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ!

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পায় সাকিবরা। ফাইনালের দৌড় থেকে টাইগাররা অনেকখানি ছিটকে গেলেও কাগজে-কলমে এখনও আসরে টিকে আছে বাংলাদেশ।

আসরের ফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে, রোহিত শর্মাদের শুধু হারালেই হবে না, তাকিয়ে থাকতে বাকি তিন দলের দিকেও।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ : বাবর-রিজওয়ানদের ম্যাচের সূচিতে আসতে পারে পরিবর্তন!

বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে হলে সুপার ফোরের সবগুলো ম্যাচ জিততে হবে পাকিস্তানকে। বাংলাদেশের পর তাদেরকে হারাতে হবে ভারত ও শ্রীলঙ্কাকে। টানা তিন ম্যাচে জয় পেলে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট।

শ্রীলঙ্কা ইতোমধ্যেই সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারতে হবে লঙ্কানদের। সেক্ষেত্রে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করবে তারা।

অন্যদিকে, ভারতকে হারতে হবে পাকিস্তান ও বাংলাদেশের কাছে। তবে জয় পেতে হবে লঙ্কানদের বিপক্ষে। ফলে গ্রুপ পর্ব শেষে তাদের নামের পাশেও থাকবে ২ পয়েন্ট।

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন শূন্য। তবে ভারতের বিপক্ষে জিতলে টাইগাররা পাবে ২ পয়েন্ট।

৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলেও তখন বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে ফাইনালে পাকিস্তানের সঙ্গী নির্বাচন করতে হবে নেট রানরেটের ভিত্তিতে। সবমিলিয়ে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণটা অনেক কঠিন হলেও অসম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *