‘বাংলাদেশি প*র্ন তারকা’ মহারাষ্ট্রে আটক!

ভারতীয় গণমাধ্যম সূত্রে আজ দুপুরেই জানা গেছে খবরটা। ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের এক প*র্ন তারকা। এমন অভিযোগে মুম্বাইয়ে রিয়া বারদে নামের একজনকে আটক করা হয়েছে। তিনি প*র্ন তারকা বলে জানিয়েছে গণমাধ্যম ও পুলিশ।

পুলিশ বলছে, ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার মা-বাবা কাতারে থাকেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, মুম্বাই শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহরতলি এলাকা উলহাসনগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনডিটিভি বলছে, বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালি-এ নামে এলাকায় বাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকাণ্ড।

অমরাবতীর একজন বাসিন্দা রিয়া এবং তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন। হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ধারা ১৪(এ) ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করেছে।

এ ঘটনায় জড়িত অন্য চারজনের খোঁজে তল্লাশি চলছে।
প্রতিবেদনে বলা হয়, রিয়া আরোহি বারদে নামেও পরিচিত। তার মা-বাবা বর্তমানে কাতারে রয়েছেন।

তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন। তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তার মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ।

তাদের সন্ধান শুরু করেছে পুলিশ।
এদিকে ভারতের আরেকটি গণমাধ্যমের দাবি, রিয়া যে আসলে বাংলাদেশি, তা প্রথমে জানিয়েছিলেন তার বন্ধু প্রশান্ত মিশ্র। মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে রিয়া ও তার পরিবার মহারাষ্ট্রে রয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, অমরাবতীর অরবিন্দ বোরদে রিয়াদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। এই অরবিন্দকেই বিয়ে করেন রিয়ার মা। রিয়া এবং তার পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *