প্রায় সময় দেখা যায় দীর্ঘ সময় একইভাবে বসে থাকলে পায়ে ঝিঁঝিঁ ধরে। সাধারণত অনেকক্ষণ একভাবে থাকার কারণে শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। স্নায়ুতে চাপ পড়ার কারণেও সাময়িক অসাড়তার পাশাপাশি এমন অনুভূতি হয়, যেন অসংখ্য সুঁই একসঙ্গে পায়ে খোঁচা দিচ্ছে। ঝিঁঝিঁ ধরলে তার কিছু সমাধান উঠে এসেছে মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে। ঝিঁঝিঁ ধরলে তা ছাড়াতে কিছু কৌশল অনুসরণ করতে পারেন।
১. মূলত রক্ত সঞ্চালনে সমস্যা হলেই হাত-পায়ে ঝিঁঝিঁ ধরে। এমনটা হলে এক জায়গায় বসে ঘাড় ও মাথার ব্যায়াম করুন। মাথা এক দিক থেকে অন্য দিকে ঘোরান, ঘাড় সঞ্চালন করুন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে। তাহলে ঝিঁঝির সমস্যাও দূর হবে।
২.ঝিঁঝিঁ ধরলে পায়ের বুড়ো আঙুল চেপে ধরতে পারেন। কিছু ক্ষণ ধরে থাকলে ধীরে ধীরে ঝিঁঝিঁ ধরা ভাব কমে যাবে।
৩. ঝিঁঝিঁ ধরলে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন। পেশির সঙ্কোচনের কারণেই সাধারণত পায়ে ঝিঁঝি ধরে। কিছুক্ষণ হাঁটাচলা করলেই এ সমস্যা কমবে।
প্রতিনিয়ত ঝিঁঝিঁ ধরলে করণীয়
১. কারও যদি ঘন ঘন ঝিঁঝিঁ ধরার সমস্যা হয় তাহলে নিয়মিত পায়ে গরম তেল মালিশ করতে পারেন।
২. নিয়ম করে যোগাব্যায়াম করলেও এ সমস্যায় উপকার পাবেন।
৩. অনেক সময় পর্যাপ্ত ঘুম না হলে এই সমস্যা বাড়তে পারে। তাই ঘুমের বিষয় সতর্ক হোন।
৪. খুব চাপা জুতা পরবেন না। তাহলেও সমস্যা বাড়বে। বুঝে শুনে জুতা কিনুন।
৫. গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিতে গোসল করুন। অতিরিক্ত গরমে বাইরে বেরোনোর আগে সতর্ক হোন।
এ ধরনের সমস্যা যেন না হয়, সে জন্য ধূমপান বর্জন করুন, সবুজ (ব্রকলি, পালংশাক) সবজি খান। এ ছাড়া ধুন্দুল, মিষ্টি আলু, অ্যাভোকাডোতে প্রচুর ভিটামিন বি থাকে। এ ছাড়া ভিটামিন সি–এর জন্য টক ফল, ভিটামিন ই, ভিটামিন এ–যুক্ত খাবার খেতে হবে।
Leave a Reply