কোহলির কাছ থেকে বিদায়ী উপহার পেলেন সাকিব, অবাক ক্রিকেটবিশ্ব!

‘বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান, সুরের সাথে হল আকুল পাষাণ পরান।’ সাকিব আল হাসানের জন্য এখন নজরুল সংগীতের এই কথাগুলোই চরম এক বাস্তবতা। কানপুরেই যেন নীরবে বেজেছে সাকিবের টেস্ট ক্যারিয়ারের বিদায়ের গান। বিষয়টি আঁচ করতে পেরেই বিদায়ী স্মারক হিসেবে কানপুর টেস্টে খেলা ব্যাটটি তাকে উপহার দিলেন বিরাট কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে চলছে মি. অলরাউন্ডারের হাতে এমআরএফ লোগো সম্বলিত ব্যাট তুলে দেন কিং কোহলি। এ সময় বাংলাদেশের সাবে অধিনায়কের কাঁধে হাত রেখে খোশমেজাজে কথা বলতে থাকেন ভারতীয় তারকা। সাকিবকেও এ সময় হাসিমুখে দেখা গেল।

চলতি বছর টি-২০ বিশ্বকাপে ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ খেল ফেলার কথা সাকিব আগেই জানিয়েছেন। হয়তো কানপুরে খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও হত্যা মামলার আসামি হওয়ায় সেই সম্ভাবনা বেশ ক্ষীণ।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রথম ইনিংসে সাকিব ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন। বিরাট কোহলিকে বোল্ড করার পর তার করা উদযাপনটা দর্শকরা হয়তো সাদা পোশাকের ক্রিকেটে তার শেষ স্মৃতির প্রতীক হিসেবে স্মরণে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *