মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী ১ মাসের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের ভোগান্তি লাঘবে কাজ করছে সরকার। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করা হবে দেশটির সঙ্গে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের ব্যাপারে আসিফ নজরুল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশীকে প্রবেশের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না। তাই মালয়েশিয়া রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে দ্রুত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা হবে।
আসিফ নজরুল বলেন, ‘সিন্ডিকেট মুক্ত করার কথা বলেছি মালয়েশিয়ায় রিক্রুটমেন্ট প্রসেসকে। মালয়েশিয়ায় মুজুরী বাড়ানোর কথা বলেছি।
Leave a Reply