অভিষেকটা হয়েছে সেই ২০২১ সালে। এরপর আর সুযোগ পাননি জাতীয় দলে। দীর্ঘ তিন বছর পর গতকাল (৬ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরলেন বরুণ চক্রবর্তীর। এতদিন পর ফেরাটা বরুণের কাছে মনে হচ্ছে পুনর্জন্ম হয়েছে।
অভিষেকের বছরে ভারতের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বরুণ। এর মধ্যে প্রথম দুই ম্যাচে এক উইকেট করে পেলেও পরের চার ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এমন পারফরম্যান্সের পর ভারত দল তিনি বাদ পড়েন। আর ফিরলেন দীর্ঘ তিন বছর পর, বাংলাদেশ সিরিজ দিয়ে।
দীর্ঘদিন পর দলে ফিরেই পেয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের বিপক্ষে গতকাল ৪ ওভারে ৩১ রান দিয়ে তাওহীদ হৃদয়, জাকের আলী ও রিশাদ হোসেনের উইকেট নিয়েছেন বরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার কোচ জয়াসুরিয়া
গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৭ উইকেটের বড় জয়ের পর সম্পচার টেলিভিশনে দিনেশ কার্তিকের সঙ্গে কথা বলেন বরুণ। সেখানে তিনি বলেছেন, ‘ভারতের নীল জার্সিতে ফেরার অনুভূতিটা দারুণ। মনে হচ্ছে, এটা আমার পুনর্জন্ম।’
বরুণ আরও বলেছেন, ‘ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। একবার জাতীয় দল থেকে বাদ পড়লে মানুষ খুব সহজেই শেষ দেখে ফেলে। এ জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে হয়, বারবার জাতীয় দলের দরজায় কড়া নাড়তে হয়। ভালো ব্যাপার হচ্ছে, আমার ক্ষেত্রে এবার তা কাজে লেগেছে। আশা করি, সামনেও ভালো করতে পারবো।’
আরও পড়ুন: পাকিস্তানের যে রেকর্ডে ভাগ বসাল ভারত
নিজের ফিরে আসার পথে আইপিএল ও তামিলনাড়ু লিগকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন বরুণ। ‘আমি নিজের প্রক্রিয়া আঁকড়ে থাকি। এটা আমি আইপিএলেও অনুসরণ করেছি। যে কারণে ম্যাচের সময় আমি বাড়তি কিছু ভাবি না। খুব বেশি উচ্ছ্বাসও দেখাই না।’
Leave a Reply