নড়াইলে সাপের কামড়ে এনি রায় নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এনি রায় নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা। তিনি নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, তার ভাইজি এনি রোববার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে এনি বিছানা থেকে জেগে ওঠে তার বাবা-মাকে বলে যে তাকে কিছু একটা কামড় দিয়েছে। তখন সে জ্বালা-যন্ত্রণায় ছটফট করছিলো। তার বাবা মা এনির বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখতে পায়। পরে সাপের ছবিসহ এনিকে ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেছে। আমরা এন্টিভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
Leave a Reply