গুঞ্জন আছে ক্রিকেট ছাড়লে বিসিবির পরিচালক হবেন তামিম ইকবাল। এমনকি বিসিবিতে সংস্কারের পর থেকেই বোর্ডের বিভিন্ন কাজের সঙ্গে তামিমকে দেখা গেছে।
তবে এখনই বোর্ডের পরিচালক হচ্ছেন কি না, এমন প্রশ্নে তামিম কিছুটা বিব্রতই বোধ করলেন। জানালেন, সামনে হতে যাওয়া বিপিএল নিয়েই প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের ভারত সফরে আছেন তামিম ইকবালও। চেন্নাই, কানপুর কিংবা গোয়ালিয়র পেরিয়ে এখন দিল্লিতে তিনি। তবে খেলোয়াড় কিংবা বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে নন। তিনি আছেন সম্প্রচার চ্যানেলের অফিসিয়াল ধারাভাষ্যকার হিসেবে। আজ বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ডে আসা নিয়ে প্রশ্ন করা হয় তামিমকে। তিনি বলেন, ‘ভাই আমি এখন বিপিএলের প্রস্তুতি নেব। আপাতত ধারাভাষ্য করছি, এখন এসব নিয়ে ভাবছি না।’
ভারত সিরিজের পর ২ মাস সময় পাচ্ছেন তামিম। পুরো সময়ই বিপিএল ঘিরে কাজ করতে চান তিনি। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে এবার লিগ ঘিরে আছে কিছু শঙ্কা। দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় দলগুলো হিমশিম খাচ্ছে। তামিম বলছেন, ‘কঠিন তো হবেই। এটা আসলে সবারই মেনে নিতে হবে। একটু কঠিন তো হবেই। আশা করি ক্রিকেটটা ভালো হোক। এটাই গুরুত্বপূর্ণ যে ক্রিকেটটা যদি মাঠে ভালো হয়, তাহলে…(ভালো হয়ে যাবে)।’
Leave a Reply