না ফেরার দেশে চলে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী। বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮২ বছর বয়সি বর্ষীয়ান এই রাজনীতিবিদের শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পর তার মরদেহ যেন নির্বাচনি এলাকা নালিতাবাড়ীর শাহী মসজিদ গোরস্থানে সাধারণ মানুষের সঙ্গে দাফন করা হয় এবং কবরটা যেন পাকা না করা হয়। জীবদ্দশায় একাধিক জনসভায় বারবার তিনি এই ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু মতিয়া চৌধুরীর সেই ইচ্ছা পূরণ হয় নি। নির্বাচনি এলাকায় নেওয়া হয় নি তার মরদেহ। দাফন করা হয় মিরপুরের শহিদ বৃদ্ধিজীবী কবরস্থানে।
Leave a Reply