ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে যা বললেন শায়খ আহমাদুল্লাহ!

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনের কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এক শ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, উমরা কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবে না।’

তিনি আরও বলেন, যে সম্পদের জন্য তাদের এত আয়োজন, সেই সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেন না নবীজী (স.) বলেছেন, পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না। (মুসলিম ১৬০৫)’

আরও পড়ুন: বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আব্দুল মালেক

সিন্ডিকেটকে সুপথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছেন, খেটে খাওয়া মানুষের আর্তনাদ কি তাদের কানে পৌঁছে না! যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের প্রতি অনুরোধ, গণমানুষের কষ্ট এবং আল্লাহর সামনে দাঁড়াবার কথা চিন্তা করে এই অন্যায় থেকে ফিরে আসুন।’

সবশেষ তিনি বলেন, ‘যে সম্পদ থেকে মজলুমের আর্তনাদ ভেসে আসে, সেই সম্পদ মানুষকে ধনী বানালেও সুখী বানাতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *