আর কিছুক্ষণ পর পাকিস্তান-ভারত মহারণ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বসী ভারত আর হেরে বিপর্যস্ত পাকিস্তান। তারপরও প্রতিবেশী দেশটার বিপক্ষে বরাবরের মত মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বাবর আজমের দল।
ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিং গড়ে দিতে পারে ম্যাচের ব্যবধান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮ টায়।
ভারত-পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। দুই দেশের বৈরী সম্পর্কের মত ২২ গজেও তার উত্তাপ। দ্বিপাক্ষিক সফর বন্ধ থাকায় পাক-ভারত লড়াই এখন আরও বেশি আকাঙ্খিত। বিশ্বকাপে বরাবরের মত এবারও আগ্রহের কেন্দ্রে পাক-ভারত মহারণ। যুক্তরাষ্ট্রে প্রথম দেখা যোগ করছে বাড়তি মাত্রা।
অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ম্যান ইন ব্লু। ফর্মে অধিনায়ক রোহিত শর্মা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিরাট কোহলির জ্বলে ওঠার অপেক্ষা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের পর মানসিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। এমন শুরু ভাবতেও পারেনি বাবর আজমের দল। যদিও বিশ্বকাপের অনেক আগে থেকেই ধুঁকছিল ম্যান ইন গ্রিন। খুঁজে পাচ্ছিল না সেরা কম্বিনেশন।
চিন্তার বড় কারণ ব্যাটিং। ওপেনিংয়ে ঘুরেফিরে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের উপর বিশ্বাস রাখতে হচ্ছে। আজম খান পুরোপুরি ব্যর্থ। ভারতের বিপক্ষে তাকে নাও রাখা হতে পারে একাদশে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হ্যারিস রউফ।
Leave a Reply