৭৫ বছরের পুরনো দল আওয়ামী লীগ। দলটি মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তবে টানা ১৫ বছরে ক্ষমতায় থাকা দলটির বিরুদ্ধে গুম-খুন ও ভোটাধিকার হরণের অভিযোগ রয়েছে। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন দমনে গণহত্যার অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে।
গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে দলটির সাধারণ সম্পাদকের কোনও হদিস নেই। এছাড়া, শীর্ষ নেতাদের বেশিরভাগই পলাতক রয়েছেন। আবার কেউ কেউ জেলে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফেসবুকের ভেরিফাইড পেজে সক্রিয় রয়েছে দলটি। বিচ্ছিন্নভাবে কেউ কেউ পোস্ট দিচ্ছেন।
সর্বশেষ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পর পরই এখন দলের এসব কর্মী সমর্থকরা ও এখন পালিয়ে বেড়াচ্ছেন। পালানোর এসব কান্ডকে কেন্দ্র করেই এখন সোস্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনরা চায়ের কাপে রীতিমত মেতে থাকছেন সারাক্ষণ।সোস্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ করে দেখা যায়,অনেক নেটিজেনরা এখন দাবি করছেন ৫ ই আগস্টকে জাতীয় পলায়ন দিবস হিসেবে ঘোষণা করা হোক।কিন্তু বিষয়টি নিয়ে এখনো কোন প্রতিক্রিয়ায় দেখায় নি কোন দল।
Leave a Reply