৫ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো!

আওয়ামী লীগের ৩৭০ কর্মী খুন

জুলাই থেকে অক্টোবর- এই চার মাসে বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক পটপরিবর্তন হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।

আবারো বাংলাদেশিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দলগুলির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে, বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পর।

২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ সিপিজের

সম্প্রতি ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, ওই সাংবাদিকদের মধ্যে চারজন আটক আছেন। আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেয়ার জন্য ‘দৃশ্যত প্রতিশোধ’ হিসেবে তাদের আটক করা হয়েছে।

বিডিআর বিদ্রোহ: হত্যা মামলার পুনঃতদন্তে রুল

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মাওলানা সাদ দেশে এলে অন্তর্বর্তী সরকারকে পালাতে হবে

তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে আসতে দেয়া হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের একপক্ষের নেতারা।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলি ছোড়া নিয়ে যা জানালেন হাছান মাহমুদ

যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবার আনুষ্ঠানিক বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি পুলিশের বিরুদ্ধে আক্রমণ, আত্মরক্ষার অধিকার এবং সরকার পক্ষের দায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রহস্যে ঘেরা তাপসের ‘কালোঘর স্টুডিও’, কী হতো সেখানে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাপসকে সাত দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেছে পুলিশ। এর শুনানি হবে বুধবার। তাপসকে গ্রেপ্তারের পর আলোচনায় এসেছে তার ‘কালোঘর স্টুডিওর’ নাম।

শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৭ মামলা

আওয়ামী লীগ সরকার পতনের তিন মাস পূর্ণ হয়েছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে।

সঙ্গীতশিল্পী মমতাজের বিরুদ্ধে আরেক মামলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে ২০১৩ সালের আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

ভারতীয় রুপি মার্কিন ডলারের বিপরীতে নতুন একটি রেকর্ড সৃষ্টি করে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপি ৮৪.১২ রুপি হয়ে দাঁড়িয়েছে, যা আগেরদিন ছিল ৮৪.১১ রুপি। দিনের একটি পর্যায়ে ৮৪.১৩ রুপি পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় মুদ্রার মান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ৯ ব্যাংক হিসাব জব্দ

দেশত্যাগে নিষেধাজ্ঞার পর এবার সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এতে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মঙ্গলবার (৫ নভেম্বর) আদালতের সূত্রে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ নভেম্বর

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে আগামী ২০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ তারিখ ধার্য করেন।

হাছান মাহমুদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধারে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *