ওয়াশিংটন ও ইলিনয়ে কমলার জয়!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটন ও ইলিনয়েও জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এ ছাড়াও ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ভার্মন্ট, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও কানেটিকাটেও জয়ী ঘোষণা করা হয়েছে তাকে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওয়াশিংটনে ১২টি ইলেক্টোরাল ভোট রয়েছে। সেখানে কমলা পেয়েছেন ৫৮.৮ শতাংশ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৮.৯ শতাংশ ভোট। এ ছাড়া ইলিনয়ে রয়েছে ১৯টি ইলেকটোরাল ভোট। সেখানে কমলা ভোট পেয়েছেন ৫৩.৬ শতাংশ এবং ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ।

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ১৮৭ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী জর্জিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *