টেক্সাস অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন। সুইং স্টেটগুলোতে চলছে হাড্ডহাড্ডি লড়াই।
সংবাদমাধ্যম আল–জাজিরার তথ্য অনুযায়ী, জেতার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের মধ্যে কমলা হ্যারিস পেয়েছেন ২০৫টি। ভোট পেয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩০টি ইলেক্টোরাল ভোট। প্রাপ্ত ভোটের হার ৫১ দশমিক ১ শতাংশ।
স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে।
এখানে একটি বিষয় বলা ভালো যুক্তরাষ্ট্রের জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হয় একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর ওই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।
Leave a Reply