মার্কিন প্রেসিডেন্টের ৬০ তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যতটা মিডিয়ায় আলোচনায় তার চেয়ে বেশি আলোচনায় এবার ট্রাম্প পরিবারের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। এবারের নির্বাচনে নানা কারণে মিডিয়ায় নজরে সুদর্শন এ ব্যক্তিত্ব।
এবারের মার্কিন নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ডেমেক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার মসনদে দ্বিতীয়বারের মতো বসছেন ট্রাম্প।
তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গতবারের তুলনায় বেশি। কেননা এই জয়ের ভাগীদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ১৮ বছর বয়সি এ তরুণ। আর তার প্রথম ভোট বাবাকে দেয়ার মুহূর্তই অক্ষয় হয়ে রইলো বাবার দ্বিতীয়বারের নির্বাচনের জয়ে।
বিবিসির প্রতিবেদন মতে, রিপাবলিকান দলের একজন নেতা হিসেবেও নিজেকে প্রকাশ করেছেন ব্যারন। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার বাবা ট্রাম্পের নির্বাচনে জয় লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে।
প্রকাশ্যে আসার পরই ব্যারনের শারীরিক উচ্চতা ও সৌন্দর্য নজর কেড়েছে আমেরিকানদের। শুধু তাই নয়, বিশ্ববাসীর চোখেও আলাদা নজর কেড়েছে ট্রাম্প পরিবারের এ ছোট সদস্য।
ব্যারন সম্পর্কে জানার কৌতূহল তৈরি হয়েছে অনেক নেটিজেনেরই। ব্যারন হলো ট্রাম্পের পঞ্চম সন্তান। দুই স্ত্রীর মৃত্যুর পর ট্রাম্প তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলানিয়াকে। তাদের সংসারে জন্ম নেন ব্যারন।
ট্রাম্প পরিবারের সবচেয়ে সুদর্শন হিসেবে এরই মধ্যে নেটপাড়ায় পরিচিতি পেয়েছে ব্যারন। শুধু তাই নয়, ব্যারনের উচ্চতা জানতেও কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
ব্যারনের উচ্চতা কত জানেন? ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি এবং মেলানিয়ার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।
ট্রাম্পের ৫ ছেলেমেয়ের মধ্যে সবার বড় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের উচ্চতা ৬ ফুট। আরেক ছেলে এরিক ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ৫ ফুট ৯ ইঞ্চি এবং আরেক মেয়ে টিফানি ট্রাম্প ৫ ফুট ৬ ইঞ্চি।
তবে সবার উচ্চতাকে ছাড়িয়ে ১৮ বছর বয়সেই ব্যারনের উচ্চতা দাঁড়িয়েছে ৬ ফুট ৯ ইঞ্চিতে। যে কারণে ভিড়ের মাঝেও সবাইকে ছাড়িয়ে অনন্য হয়ে ওঠেন ব্যারন ট্রাম্প।
Leave a Reply