সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় এলো
বাংলাদেশে নির্বাচন সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করে মতামত সংগ্রহ করছে। এসব বৈঠকে কিছু অংশগ্রহণকারী রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা, এবং সংবিধানে ‘না ভোট’ বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছেন।
স্থবির আবাসন খাত, নেই উত্তরণের দিশা
রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা অস্থিরতা, ক্রেতা-বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা, উচ্চ নিবন্ধন ফি, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়া, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন না করাসহ বেশ কিছু কারণে দেশের আবাসন ব্যবসা ঝিমিয়ে পড়েছে। ঢাকায় ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে। এমনকি অনেক গ্রাহক আগে বুকিং দেয়া ফ্ল্যাটের কিস্তিও নিয়মিত পরিশোধ করছেন না। এতে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন? পক্ষে-বিপক্ষে যুক্তি
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রপতি পদের ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা বরাবরই গুরুত্বপূর্ণ। এই পদটি গণপ্রজাতন্ত্রের প্রতীকী হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় এর ভূমিকা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ও প্রস্তাবনা এসেছে। বর্তমান নির্বাচন সংস্কার কমিশনের বৈঠকগুলোতে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পুনর্বিবেচনা করার প্রস্তাব নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
ডিবির মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
হত্যা মামলায় গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আলোচনায় ঢালাও মামলা: আসামি চেনেন না বাদীকে, বাদী চেনেন না আসামিকে
অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে যে কয়েকটি ঘটনা আলোচনার শীর্ষে স্থান করে নিয়েছে এর অন্যতম ‘ঢালাও মামলা’। জুলাই–আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে এখন পর্যন্ত হওয়া ঢালাও মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা সম্পর্কে আসামিদের সিংহভাগ কিছুই জানেন না। বাদী চেনেন না আসামিকে, আসামিরাও চেনেন না বাদীকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে বাদী নিজেও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
আইপিএলে অবিক্রিত ওয়ার্নার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও দল পাননি। এদিকে ঋষভ পান্ত মেগা নিলামে বাজিমাত করেছেন। গেল মৌসুমে দিল্লিতে খেলা এই তারকাকে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে লখনৌ সুপার জায়ান্ট।
ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার
রাজধানী ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। রবিবার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আপিলের আবেদন প্রস্তুতির কাজ চলছে।
নির্বাচন কবে, সেই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টাই, বাকিদের কথা ব্যক্তিগত: প্রেস উইং
শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) আরো চার কমিশনার। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, এরই মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টাই সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
এক মামলায় শেখ হাসিনা ও মাহবুব হোসেনসহ ৫৩ সাবেক সচিব আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় ৫৩ জন সাবেক সচিবকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক ওই সচিবেরা ‘ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট’। সাবেক এই সচিবদের ‘ফ্যাসিবাদের সহযোগী, রাষ্ট্রের জন্য ক্ষতিকর ও দুর্নীতিবাজ কর্মকর্তা’ হিসেবে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে সম্প্রতি অবসরে যাওয়া মো. মাহবুব হোসেনও।
নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার (২৪ নভেম্বর) বাংলামোটরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ব্যতিরেকেই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সামান্তা শারমিন এসব কথা বলেন।
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
Leave a Reply