চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আশপাশের বেশকিছু যানবাহন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যাট আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছবি: সময় সংবাদ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরের আশপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে। প্রায় তিন ঘণ্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এসময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী সৌরভ কান্তি নাথ।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছবি: সময় সংবাদ

এদিকে রংপুরের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *