বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে ট্রাকচাপা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির।
পোস্টে তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাকচাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত শেষে ফেরার পথে
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় তাদেরে কোন ক্ষতি হয়নি। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
Leave a Reply