ধূর্ত তাপস,প্রাইভেট পড়াতে গিয়ে করলেন পরকীয়া!

কখনো তিনি গায়ক,কখনো সুরকার আবার কখনো সংগীত পরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিতেন বেসরকারি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস।সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মন্ত্রীদের সেই আড্ডার মধ্যমণি হতেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী।

মন্ত্রী ও আমলাদের খুশি রাখতে কথিত মডেল ও সুন্দরী নারী ছিল তার হাতিয়ার। এতেই কোটিপতি তাপস। লন্ডনে তার বিলাসবহুল বাড়ি ছাড়াও রয়েছে একাধিক ফ্ল্যাট।স্ত্রীর হাত ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে সেই প্রভাব আরও বাড়ান তাপস।

এসব কাজে অধিকাংশ সময়ই তাপস ব্যবহার করতেন তার স্ত্রী ফারজানা মুন্নি’ ও গান বাংলা চ্যানেলের নাম করে বিদেশ থেকে আমদানি করা সুন্দরী তরুণীদের।

বয়সে বড় ফারজানা মুন্নিকে সন্তানসহ বিয়ে করেন তাপস। মুন্নিকে বিয়ের আগে তার বড় মেয়ে নাজিস আরমানকে প্রাইভেট পড়াতেন তাপস। সেই সূত্রে গড়ে ওঠে পরকীয়া, যা একপর্যায়ে বিয়েতে গড়ায়। বিয়ের পর নিজেদেরকে মিডিয়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে প্রতিষ্ঠিত করেন তাপস-মুন্নি। যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক আয়োজন— সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে শুরু করেন এই দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *