‘বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে যায়’

আবারও সমালোচনার কবলে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বীরেন্দ্র শেবাগের পর এবার টাইগার এই ক্রিকেটারের সমালোচনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিভ প্যাটেল। বড় ম্যাচে সাকিবের মলিন পারফরম্যান্সের কারণেই মূলত তিনি এ সমালোচনা করেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এবারের আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটে-বলে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। দলের প্রয়োজনে কিংবা বড় দলগুলোর বিপক্ষেও হাসেনি সাকিবের ব্যাট।

সাকিবের সমালোচনা করে পার্থিভ প্যাটেল বলেন, ‘ম্যাচ হারের দায় আপনি কার উপর দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা ও দায়িত্ব ছিলো সাকিবের ওপর। বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে যায়। বোলিং ও করে না। ব্যাটিংয়ে এলে দুই-একটা ছক্কা মেরে আউট হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এরপর কোথাও না কোথাও কারো ওপর তো দোষ চাপাতে হবে। সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে। তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি অবাক হইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *