নতুন ভাইরাসের ভয়ে কাঁপছে বিশ্ব!

চিনের জন্য ২০২৫ সাল শুরু হতে না হতেই আবারও এক নতুন ভাইরাসের আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস এখন চিনের বিভিন্ন প্রদেশে প্রকোপ বাড়িয়ে দিয়েছে।

যদিও চিন সরকার জানিয়েছে, এই ভাইরাসের কারণে ব্যাপক সংক্রমণ ছড়ানোর কোন আশঙ্কা নেই, তারপরও বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েই চলেছে।

গত কয়েকদিন ধরে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, HMPV ভাইরাস সাধারণ সর্দি-কাশির মতোই উপসর্গ সৃষ্টি করে। তবে শিশু এবং বয়স্কদের মধ্যে এটি মারাত্মক হতে পারে। নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। যা আপাতদৃষ্টিতে ফ্লু-এর মতো মনে হলেও, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে এর ক্ষতি হতে পারে।

তবে চিনের বিদেশ মন্ত্রক এই ভাইরাসকে সেভাবে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে না। তাদের দাবি, প্রতি বছর শীতকালে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ে এবং এবারও তাই ঘটেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “এতে স্বাস্থ্য বিপদের কোনো বিষয় নেই। বিদেশি পর্যটকদের জন্য চিন একেবারে নিরাপদ।”

তবে গত কয়েক বছরে চিনের তথ্য গোপন করার প্রবণতা নিয়ে বিশ্বে প্রশ্ন উঠেছে এবং অনেক দেশ এ বিষয়ে সন্দিহান। বিশেষজ্ঞদের ধারণা, শীতে HMPV ভাইরাসের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে। চিনের প্রতি বিশ্ববাসীর আস্থা কমতে থাকলেও, বেজিং সরকারের দাবি, কোনও বিপদ নেই এবং জনগণকে চিনে ভ্রমণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *