এবার নয়া দামানে ভাইরাল তাহসানপত্নী (ভিডিওসহ)

গেল ৪ (জানুয়ারি) শনিবার দ্বিতীয় বিয়ে সেরেছিলেন তুমুল জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। বিয়ের পর থেকে তাহসান ও রোজাকে নিয়ে ভক্তদের কৌতুহল তুঙ্গে। তবে প্রেম বা বিয়ে নিয়ে বিশেষ কিছুই তথ্য সামনে আনেননি তাহসান।

বিয়ের পর্ব মিটতেই, প্রচার কাজ সেরে হানিমুনে গিয়েছেন নবদম্পতি। মঙ্গলবার ঢাকা থেকে মলদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন দুজনে। রোজার হাত ধরে সাগরপারে নতুন জীবনের স্বপ্ন বিভোর এখন তাহসান।

ভিডিও: https://www.facebook.com/share/r/18jpyrdAdh/

তাহসান পত্নীর কথা নেট দুনিয়ায় চাউর হতে না হতেই একের পর এক ভিডিও,রিলস,ছবিতে ভাইরাল হচ্ছেন তাহসান পত্নী রোজা।এবার তাহসান পত্নীর আরো এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাল শাড়িতে বাসার ছাদে আইলোরে নয়া দামান,গানের ছন্দে নাচছেন তাহসান পত্নী।রিলসে ভিডিওটি প্রকাশ হতেই ভক্ত সমর্থকরা ভিডিওটি নিয়ে করছেন বিভিন্ন মন্তব্য।কেউ বলছেন ভাই আপনি জিতছেন,কেউবা নবদম্পতিকে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।কেউ বলছেন ভাবি নাচ ভালো হইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *