ক্ষুব্ধ বিএনপি নেতাদের জবাব দিলেন আজহারী!

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি যশোরে একটি মাহফিলে দেওয়া বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি বলেন, আমার বক্তব্য ছিল সাধারণ। এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি আরও বলেন, দেশে ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাদের এ আচরণ অযৌক্তিক। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না; আমরা ইসলামের পক্ষে কথা বলি। তাই অপ্রাসঙ্গিকভাবে বিষয়টিকে বিতর্কিত করা উচিত নয়।

ড. আজহারী বলেন, আমরা চাই না দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি কিংবা টেন্ডারবাজি চলতে থাকুক। ক্ষমতার পালাবদলের সময় আমরা দেখেছি, প্রতিটি সরকার দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে। এসব বদভ্যাস আমাদের রাজনীতিতে শেকড় গেড়ে বসেছে। এখন আমাদের পরিবর্তন দরকার। প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিজ্ঞা করতে হবে যে, ভবিষ্যতে তারা আর দুর্নীতিতে লিপ্ত হবে না।

তিনি আরও বলেন, যদি রাজনীতিবিদরা এ ধরনের সাধারণ কথাকে নিজেদের গায়ে মাখেন, তবে জনগণের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছাবে। এটি আমরা চাই না। আমাদের উচিত নতুন ভোরের বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা।

উল্লেখ্য, যশোরের একটি মাহফিলে দেওয়া ড. মিজানুর রহমান আজহারীর “এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত” বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে আজহারী এটিকে অযথা বিতর্ক বলে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *