বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর উপর কৃষক লীগ নেতার হামলা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফেসবুকে আক্রমণাত্মক পোস্ট দেওয়ার প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন(৪৩) নামে এক কর্মীর উপর হামলা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত (১২ জানুয়ারি) রবিবার হামলার শিকার আহত সাজ্জাদ হোসেন নিজেই বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলায় ১ নং আসামি জিল্লুর রহমান রাসেল ওরফে রাসেল (৫০), ২ নং আসামি রাজিব শেখ (৪০), ও ৩ নং আসামি সোহাইল শেখ(২০)। জানা গেছে, জিল্লুর রহমান রাসেল বিটিভির কথিত ক্যামেরা পারর্সন এবং জেলা কৃষক লীগের নেতা।

জানা যায়, গত সোমবার ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় সমন্বয়করা। ওইদিন রাতে বিটিভির সাবেক কথিত ক্যামেরা পার্সন জিল্লুর রহমান রাসেল তার নিজ ফেসবুক আইডিতে লেখেন, ‘উফ! আফসোস! হাতের কাছে পেয়েও থাপড়াইতে পারলাম না।’ এই পোস্ট দেখে সাজ্জাদ মিয়া জিল্লুরের পোস্টটির স্ক্রিনশর্ট দিয়ে প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের মানববন্ধনসহ সব কর্মসূচি নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।’

সাজ্জাদ মিয়া বলেন, ‘জিল্লুর রাসেল মঙ্গলবার সন্ধ্যায় কথা বলার কথা বলে ডেকে আমাকে নিয়ে তিনিসহ পাঁচজন মিলে লাঠিপেটা ও মারধর করে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসে।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, আসামিদের আটক করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *