তাহাসানের স্ত্রী নয় বরং রোজার থেকে ফায়েজ টাকা ধার নিয়েছিলো!

তাহাসানের স্ত্রী রোজার বিরুদ্ধে তার প্রাক্তন ফায়েজ বেলাল অভিযোগ আনেন, রোজা তার থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছে। তাহাসান বা রোজা কেউ এর বিরুদ্ধে কথা বলেনি। এইবার রোজার ছোট ভাই উৎস আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রমাণসহ পোস্ট করেছেন। নিচে পোস্ট ও প্রমাণ দেওয়া হল-

“ফায়েজ বেলালের মিথ্যাচার এর প্রমাণ:

আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলাল এর সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপ এর পরে আপু যোগাযোগ রাখেননি কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।

স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন,টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে আসতে আসতে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডি তে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ। আমার বোন আমাদের ছায়ার মত আগলে রেখেছে, আপু আমার বাবার সমান, তার ওপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে। এই ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *