১৭ বছর পর মুক্তির স্বাদ!

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরের স্বজন এবং নেতা কর্মীদের পদচারণায় মুখর কেরানীগঞ্জ কারাগার চত্বর।লুৎফর জামান বাবর এর মুক্তির আনন্দ ভাগ করে নিতে কেরানীগঞ্জ কারাগারের সামনে নেতা কর্মীদের জনস্রোত তৈরী হয়েছে।

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে হাইকোর্ট খালাস দিয়েছে। এই খালাস পাওয়ার ফলে বাবর আজই(বৃহস্পতিবার) মুক্তি পেতে পারেন, এমনটি জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।

এছাড়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায়ও বাবরকে জামিন দেওয়া হয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রেনেড হামলায় শাহ কিবরিয়া নিহত হন। ওই হামলায় বাবরসহ বেশ কিছু কেন্দ্রীয় বিএনপি নেতা আসামি ছিলেন।

লুৎফুজ্জামান বাবর, যিনি নেত্রকোণা-৪ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ২০০৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *