সাংবাদিক ইলিয়াসের গুরুতর অভিযোগ!

যুক্তরাষ্ট্র প্রবাসী অনলাইন এক্টিভিস্ট ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন।গেল কিছুদিন আগেই ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে গত ০৫ জানুয়ারি কথা বলেছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।ইলিয়াস হোসাইনের সেই লাইভ সরাসরি দেখছিলেন ৮ লাখ মানুষ। এর আগে পৃথিবীর কোনো লাইভে একসঙ্গে এতো মানুষ যুক্ত থাকেনি। Travel packages

বিগত শেখ হাসিনা সরকারের আমলে, বেসরকারি টেলিভিশনে চাকরিরত অবস্থায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইলিয়াস।তখন থেকেই নানা সময় দেশের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন।গেল কিছুদিন আগেই বিএনপির সাবেক গুম হওয়া এমপি ইলিয়াস আলিকে নিয়ে প্রতিবেদন করে দেশজুড়ে আবারো আলোচনায় আসেন ইলিয়াস।

আজ শনিবার (১৮ই জানুয়ারি) সাংবাদিক ইলিয়াস হোসেন তাঁর ব্যাক্তিগত ভেরিফাইড ফেসবুকে পেজে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ এ একটি পোস্ট করেন।যেখানে এসএসএফের ডিজির বাসায় আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য আলী হোসেনকে লু’কিয়ে রাখার বিষয়ে উল্লেখ করেন।

ইলিয়াস হোসেন তাঁর পোস্টে উল্লেখ করেন, এসএসএফের ডিজির বাসায় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য আলী হোসেনকে লু’কিয়ে রাখা হয়েছিলো ! সংবাদ পেয়ে বিএনপি এবং বৈ’ষম্য বি’রোধী আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গেলে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে থেকে প্রথমে অনুরোধ ও পরে হুমকি দেয়া হয়৷Travel packages

বৈষম্য বিরোধী আন্দোল’নের ছাত্র-জনতার কথা উল্লেখ করে ইলিয়াস আরো লিখেন, তবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা শেষ পর্যন্ত পুলিশ ডেকে তাকে আটকালেও এখনও হত্যা মামলার আসামী আলী হোসেনকে গ্রেফতার না দেখানোর চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একটি অংশ৷

পোস্টটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ বার শেয়ার এবং ৩৭০০ রিয়েক্ট করেছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *