ঘরে-বাইরে চাপ বাড়ছে ড. ইউনূসের ওপর!

৫ মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স। শুরুর দিকে প্রায় সব দল অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বানও জানায়। কিন্তু দিন যত গড়াচ্ছে সংস্কারের উদ্যোগী ও ঐক্যের সন্ধানে থাকা এই সরকারের উপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘরে-বাইরে বা দেশ-বিদেশে চাপও তত বাড়ছে।

বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগে মন্দা, আর্থিক খাতে বিশৃঙ্খলা, প্রশাসনে অস্থিরতা, পরাজিত শক্তির নানা অপকৌশলসহ বিভিন্ন কারণে সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ জোরালো হচ্ছে।

রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন দ্রুত না হলে এই সরকার বিতর্কিত হবে এবং বিশৃঙ্খলা বাড়বে। দেশের অন্যতম বড়দল বিএনপি মনে করে সাম্প্রতিক বিভিন্ন দূর্ঘটনার পেছনে রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্র। ফলে নির্বাচনে যত দেরি হবে এমন সমস্যা তত বাড়বে।

শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায় থেকেও নির্বাচনের চাপ বাড়ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন । তাঁর মতে, গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *