ফের শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা চেরি

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দুজনের বাইরে আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। যার নাম পূজা চেরী।

সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত।

এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র-আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়।

পূজা আরও বলেন, যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

সম্প্রতি রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *