কাঠগড়ায় দাঁড়িয়ে ৫ মিনিট ধরে টিস্যু পেপারে ‘চিঠি’ লিখলেন দীপু মনি!

ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আদালতে হাজির করা হয়েছে। এই মামলায় আদালত তাদের রিমান্ডের অনুমতি দিয়েছে। এর মধ্যে দীপু মনির উপস্থিতি ও কাঠগড়ায় দাঁড়িয়ে একটি চিঠি লেখার ঘটনাটি বিশেষভাবে নজর কাড়ে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২০ জানুয়ারি) এই রিমান্ডের আদেশ দেন। আদালতে আনিসুল হক, সালমান এফ রহমানসহ অন্যান্য নেতাদের রিমান্ড শুনানি চলছিল। সেই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন দীপু মনি। তার হাতে ছিল কয়েকটি টিস্যু পেপার এবং কলম। প্রায় পাঁচ মিনিট ধরে তিনি টিস্যু পেপারে একটি চিঠি লিখতে থাকেন। পরে এই চিঠি একটি আইনজীবীর হাতে তুলে দেন।

অদ্ভুতভাবে, ওই আইনজীবী তার মুঠোফোনে চিঠির ছবি তুলে সেটি বাঁ হাতে ভাঁজ করে রাখেন। এদিকে, কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার ঘটনা অনেকের নজর এড়িয়ে যায়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি, ওমর ফারুকী জানিয়েছেন, জনাকীর্ণ আদালতে এই ঘটনা তার নজরে আসেনি। তিনি বলেন, “আদালতে একজন আসামি আদালতের অনুমতি ছাড়া চিঠি লিখতে বা অন্য কারও সঙ্গে কথা বলতে পারেন না।”

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই ঘটনার ব্যাপারে মন্তব্য করেছেন যে, তিনি আদালতে উপস্থিত থাকার সময় চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি।

দীপু মনি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে দুটি হত্যা মামলায় অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং তাদের রিমান্ডে রেখে পুলিশের তদন্ত কাজ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *