আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবেন না : রাশেদ খান!

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘আওয়ামী লীগ ফিরে এলে কেউ বাঁচতে পারবেন না। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ধরে ধরে তারা ফাঁসিতে ঝোলাবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন তবে ফ্যাসিবাদ এখনো পালায়নি।

সরকারের সব সেক্টরে আওয়ামী লীগার বসে রয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মাতারা বাংলাদেশে রয়ে গেছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি রাখতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে।

হাসিনার পতন। এখন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি। তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।

তারা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের নির্মূল করতেই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছেন। তবে তাদের আগে বিচার হতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।


এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *