ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক ট্রেনের নিচে পিষ্ট হয়ে হতাহত হন বহু।
বুধবার (২২ জানুয়ারি) এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের জলগাঁও এলাকায়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন জলগাঁওয়ের পুলিশ সুপার।
এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে পাচোরার কাছে মাহেজি ও পারধাদে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা লখনউ-মুম্বাইয়ের মধ্যে চলাচলকারী দ্রুতগতি পুষ্পক এক্সপ্রেসের যাত্রী ছিল। বিকেল ৫টা নাগাদ আগুন লাগার গুজবের কারণে চেইন টেনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।
সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র স্বপ্নিল নীলা জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত হন।
তিনি বলেন, ‘পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় ‘হট এক্সেল’ বা ‘ব্রেক বাইন্ডিং’ (জ্যামিং) এর কারণে স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। এতে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে শিকল টেনে ট্রেন থামায়। এসময় কয়েকজন রেললাইনে ঝাঁপিয়ে পড়লে বিপরীত দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের নিচে পিষ্ট হয়।
এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ে দপ্তর জানিয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মর্মান্তিক ছবিতে দেখা গেছে, রেললাইনের ওপর লাশ পড়ে আছে এবং কিছু মানুষ রক্তাক্ত শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
Leave a Reply