দুই হাত নেই, নেই ডান পা-ও। বাঁ পা থাকলেও তা স্বাভাবিক আকারের চেয়ে অনেকটা ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রাসেলের। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছেন রাসেল মৃধা।
রোববার (৩০ জুন) নাটোরের আল মাদরাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
রাসেল এর আগে ২০২২ সালে একইভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হন।
রাসেল মৃধা নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও লেখা-পড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার মা-বাবা সবসময় উৎসাহ জুগিয়েছেন।
রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, আমার ছেলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রয়েছে। তাই অনেক কষ্টে থাকলেও ছেলেটাকে পড়াশোনা করাতে চাই। আমার প্রত্যাশা, লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আশা করি সরকার একসময় রাসেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে।
এ বিষয়ে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাসেলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিগত পরীক্ষাগুলোতেও সে ভালো ফলাফল করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো কিছু করবে।’
Leave a Reply