পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বালিপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে উপজেলা ছাত্রশিবির।
আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। এ ঘটনায় আহতরা সবাই ছাত্রশিবিরের কর্মী।
ইন্দুরকানী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলাম, পথে আমাদের ওপর হামলা করে।” তিনি আরও বলেন, “সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল, এরই অংশ হিসেবে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।”
আহত সাইদুল ইসলাম জানান, “গতকাল রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের ওপর হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। তারা আমাদের ফেসবুকে আগে থেকেই বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “গতকাল রাতে বালিপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি, তবে আহতরা দাবি করছেন হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।”
তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/country-news/2025/02/01/1475565
Leave a Reply