৭ জেলায় বিএনপির নতুন আহবায়ক কমিটি, মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি!

চট্টগ্রাম দক্ষিণসহ ৭ জেলার নতুন আহবায়ক কমিটি করেছে বিএনপি। এছাড়া মেহেরপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ করেছে দলটি। একই সঙ্গে সিরাজগঞ্জের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি কমিটিও অনুমোদনও করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি ও সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটির কথা জানানো হয়।

জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করা হয়েছে।

৭ জেলার আহবায়ক কমিটি

নাটোর: আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

বান্দরবান: আহ্বায়ক স্বাচিন প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজা।

দক্ষিণ চট্টগ্রাম: আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন।

মানিকগঞ্জ: আহ্বায়ক আফরোজা খান রিতা।

মুন্সিগঞ্জ: আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।

নারায়ণগঞ্জ : আহ্বায়ক মো. মামুন মাহমুদ।

গাজীপুর: আহ্বায়ক ফজলুল হক মিলন।

সিরাজগঞ্জ সম্মেলন প্রস্তুতি কমিটি করতে আহ্বায়ক করা হয়েছে আমিরুল ইসলাম খান আলীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *