নরমাল ডেলিভারি হওয়ার জন্য মেনে চলুন জরুরি পরামর্শ!

নরমাল ডেলিভারি যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্ত এখন এটা নিয়ে অনেকেই ভীতসন্ত্রস্ত থাকে। প্রাকৃতিকভাবে নারীদের শরীরে কিছু পরিবর্তন আসে নরমাল ডেলিভারির সময়। নরমাল প্রসবের যে স্থানগুলো সেগুলো পরিবর্তিত হয়, যেন দিনশেষে নরমাল ডেলিভারি হওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয়। ৮০-৯০% ক্ষেত্রে নরমাল ডেলিভারি আশা করা যায়। তবে নারীদের জীবনে আমরা দেখেছি, অনেক চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে।

যেমন ধরুন- একদম ছোট্ট একটি মেয়ের বিয়ে হয়েছে ১২-১৩ বছর বয়সে। সেই মেয়েটি ১৪ বছর বয়সে সন্তান সম্ভবা হয়েছে। এই মেয়েটির প্রাকৃতিকভাবে জরায়ুমুখের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।সেই সাথে তার প্রসবের জায়গাগুলোও পরিবর্তন হয় না। এই বয়সের মেয়েদের নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি হয়েও যায় নরমাল ডেলিভারি, তাহলেও শরীরে দেখা যায় নানা জটিলতা এটি একটি চ্যালেঞ্জ ও বার্তা আসে যে, অল্প বয়সে যেন সন্তান সম্ভবা না হন। এই বার্তাটি দেশের সকলের জন্য।

একজন নারীর গর্ভে যখন সন্তান আসে, তখন তার গর্ভকালীন সেবা নিতে হবে। সারা পৃথিবীতে দেখা গেছে, গর্ভকালীন সেবা যারা নেন তাদের কোনো জটিলতা আছে কিনা, ঝুঁকি আছে কিনা, কোনো সমস্যা তৈরি হবে কিনা তা সুন্দরভাবে বুঝা যায়। কিন্ত যে নারী ঘরে বসে আছেন, একদম দিনের শেষে যখন ব্যথা হচ্ছে তিনি তখন হাসপাতালে যাচ্ছেন। তখন তার বিভিন্ন জটিলতা দেখা যায়, যার ফলে নরমাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়। এখানে বার্তা হচ্ছে সন্তান সম্ভবা হলে সময়মত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা। এতে করে কোনো শারীরিক জটিলতা থাকলে সমস্যাটি আগেই ধরা যাবে। এতে করে নরমাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যাবে।

অনেক বয়সে সন্তান নিচ্ছেন এখন নারীরা। অনেকে ৩৫ এর পরেও সন্তান নিচ্ছেন৷ এতে করে তারা যখন সন্তান সম্ভাবনা হন, তাদের অনেকেরই ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মত জটিলতা থাকে। তাই নরমাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়।

অল্প বয়সী মেয়েদের জটিলতা, আমাদের দেশে ১৫-১৭ বছরের মেয়েরাও সন্তান সম্ভবা হচ্ছেন। এ সকল নারীদের জরায়ুমুখ ছাড়াও রক্তশূন্যতা সহ বিভিন্ন সমস্যা থাকে। সবকিছু মিলিয়ে দেখা যায় বাচ্চাও দুর্বল থাকে৷ বাচ্চাটি গর্ভে ঠিকমতো বাড়ে না, তাই ঝুকিপূর্ণ ডেলিভারি হয়। যার ফলে নরমাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়৷ কিন্ত যখন একজন সুস্থ স্বাভাবিক নারী সন্তান সম্ভবা হন, তার নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা ৮০% এরও বেশি।

সূত্রঃ https://youtu.be/jO25euk8FRM?si=clwmvx9FTtO0byX6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *