বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েঃ বিয়ে করেছে স্নিগ্ধ !

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহিদ মীর মুগ্ধর জমজ ভাই ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিয়ের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। মৃত্যুর সময় তার গলায় বিইউপির রক্তমাখা আইডি কার্ড ঝুলছিল।

ছাত্র আন্দোলনের সময় মুগ্ধের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছিলেন। সেই যুবকই পরে গুলিতে প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *