free tracking

আয়নাঘর পরিদর্শনে যা জানালেনঃ উপদেষ্টা মাহফুজ আলম!

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘত জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা।

এমনই ভয়ংকর আয়নাঘরের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তদন্তে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বন্দিত্ব শুধু অমানবিকই নয়, বরং এটি নির্যাতনের অন্যতম নির্মম রূপ। মাহফুজ আলম, যিনি ঘটনাটি সরেজমিনে দেখেছেন, একে তার দেখা ‘সবচেয়ে ভয়ংকর আয়নাঘর’ বলে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, “আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি”।

আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা। আরো শ’ শ’ নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।

গত ৬ মাস গুম কমিশন গুমের ভিক্টিমদের সাক্ষ্য নিয়ে, তদন্ত করে গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করেছেন। সে সূত্রে আইসিটি ট্রাইবুনালে মামলা হয়েছে। বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গন- অভ্যুত্থানের সরকারের অঙ্গীকার বলে জানান তিনি।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/19xBs33StT/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *