free tracking

বিনা খরচে ২৪ বর-কনের বিয়ে, সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিনা খরচে ২৪ বর-কনের বিয়ের আয়োজন করে নতুন করে আলোচনায় এসেছে শামসুল হক ফাউন্ডেশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রংপুরের কামাল কাছনার রূপকথা থিম পার্কে এক মঞ্চে ২৪ বর-কনের জন্য ১২টি বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, যৌতুকের মতো কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শামসুল হক ফাউন্ডেশন যৌতুকবিহীন এসব বিয়ের আয়োজন করে।

আয়োজকেরা জানান, বিয়েতে কিছু শর্ত প্রযোজ্য ছিল। কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একই সঙ্গে অতিরিক্ত মোহরানা নেওয়া যাবে না। পাশাপাশি ধার্য মোহরানা নগদে পরিশোধ করতে হবে।

জানা গেছে, শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এটা ছিল তৃতীয় যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন। এর আগে চট্টগ্রাম ও নরসিংদীতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, নওগাঁ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের ২৪ বর-কনের রংপুরে বিবাহ সম্পন্ন হয়। এই বিয়েতে বর বা কনেকে এক টাকাও খরচ করতে হয়নি। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ বহন করেছে ফাউন্ডেশন। বিয়ের রেজিস্ট্রি খরচও লাগেনি।

এ বিষয়ে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দেশের প্রচলিত কয়েকটি কুপ্রথার একটি যৌতুক। একজন বাবা-মা তার মেয়ে বড় করে যখন বিয়ে দেবেন, তখন যৌতুকপ্রথার কারণে সমস্যায় পড়েন। এ ছাড়া মোহরানা বেশি ধরা হয়। ‘যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি’ স্লোগানকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।

তিনি আরও বলেন, যৌতুকবিহীন ১২টি বিয়ে উপলক্ষে দেড় হাজার অতিথির জন্য ছিল বিশেষ খাবারের আয়োজন।

এছাড়াও বিয়ের পর কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ পাবেন দম্পতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *