বিশ্ব পর্যটক ও কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন বলেছেন, “জামায়াতে ইসলামী হবে ‘কিং মেকার’, তারা রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী বার্গেনিং পাওয়ার থাকবে। অনেকেই বারবার ১৯৭১ এর কথা বলেন, কিন্তু জামায়াতে ইসলামী এবার ক্ষমতার মেরুদণ্ড হবে। যদিও সম্ভবত পুরোপুরি নিরঙ্কুশ ক্ষমতা অর্জন না হলেও, তারা হবে সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি। আমি বিশ্বাস করি, এক রাজা যতই শক্তিশালী হোক, রাজা তৈরি করা মানুষ, অর্থাৎ ‘কিং মেকার’, বেশি শক্তিশালী।”
“জামায়াত এবার, হয়তো পুরোপুরি ক্ষমতায় যাবে না, তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা রাজনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর, ইনশাআল্লাহ, নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করবে। তবে আমাদের এখনও অপেক্ষা করতে হবে। এটা শুধু একটি রিউমার বা প্রোপাগান্ডা নয়, কিছু মানুষের অপবাদ এবং বিভ্রান্তি।”
“একটি জিনিস মনে রাখতে হবে—আগুন নিয়ে কখনো খেলবেন না। যদি আগুন নিয়ে খেলেন, তবে হাতে ছ্যাকা তো লাগবেই। তবে, কিছু অপবাদ বা রক্তপাতের ঘটনা সম্পূর্ণ ভুয়া এবং প্রোপাগান্ডা। আমি দীর্ঘ ৪০ বছর ধরে এক অমুসলিম পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছি, এবং তাদের ধারণা এখন বদলে গেছে। তারা এখন বুঝতে পারছে, যে অপবাদ তাদের মাথায় ছিল, তা ছিল একেবারে ভিত্তিহীন এবং মিথ্যে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=HWd0kCHOWZE&ab_channel=%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6NayaBangladesh
Leave a Reply