free tracking

বলছেন কোহলিঃ বাংলাদেশকে হারালেই চ্যাম্পিয়ন ভারত!

বৃহস্পাতিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ভারত। এই ম্যাচটা জিতলেই নাকি শিরোপা রোহিত শর্মাদের, এমনটাই বলছেন বড় তারকা বিরাট কোহলি,‘এর আগে ২০১১ সালের একদিনের বিশ্বকাপে তাদের সঙ্গে খেলেছি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। তাই ওদের বিপক্ষে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’

২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপও জিতেছিল তারা। এ ছাড়া ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচও ভারত জিতেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল তারা।

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। আট বছর পর আবারও হচ্ছে এই প্রতিযোগিতা। কোহলি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতা তার বেশি পছন্দের। তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টান টান লড়াই হয়।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এক বছরের কম সময়ের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম। ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না। সেই চাপ তাদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটি প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *